নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ২০: ৫৩
শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি: সংগৃহীত
পাঠ্যপুস্তকে ‘সামান্য ভুল’ নিয়ে সংবাদমাধ্যমে ব্যাপক প্রচারের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। গত ৫০ বছরে বিভিন্ন সময় দেশের ইতিহাস নিয়ে বিতর্ক হয়েছে। কিন্তু এ নিয়ে কখনো কোনো গণমাধ্যমে সম্পাদকীয় বা উপসম্পাদকীয় প্রকাশ হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এমন ক্ষোভ জানান শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা।
নতুন পাঠবইয়ে ভুল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘গত ৫০ বছর ধরে বাংলাদেশের ইতিহাস বিতর্কিত হয়েছে, সেটি নিয়ে গণমাধ্যমে কোনো সম্পাদকীয় ও উপসম্পাদকীয় ছাপা হয়নি। অথচ রংপুরের আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল হওয়া নিয়ে ব্যাপক নিউজ হয়েছে। আমরা বলেছি, ভুলভ্রান্তি হতে পারে। সেগুলো সংশোধন করা হবে।’
শিক্ষার্থীরা সব বই কবে হাতে পাবে, এ প্রশ্নে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘২০১০ সাল থেকে কোনো বছরেই মার্চের আগে সব ছাত্রকে বই দেওয়া হয়নি। কোনো কোনো বছর বই গেছে জুন-জুলাইয়ে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করছি।’
আরেক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়া শুরু হচ্ছে। এটা স্বয়ংক্রিয়ভাবে করা হবে। এ ক্ষেত্রে নারী-পুরুষ এবং বাড়িসহ অন্যান্য সুযোগ-সুবিধা বিবেচনা করা হবে। আমি এসব মৌলিক কাজ করছি, সেখানে মহার্ঘ ভাতার বিষয়টি মাথায় রাখছি না। এ ছাড়া ইতিমধ্যে ৫৫টি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। এটা একটা চ্যালেঞ্জ ছিল।’