গত শুক্রবার রাতে বিয়ে ঘিরে নতুন করে আলোচনায় আসেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। তাঁর গায়েহলুদের একটি ছবি ফেসবুকে প্রকাশের পর সেটি ভাইরাল হয়। রাতে সেই ছবি দিয়ে তাহসানের সঙ্গে আলোচনায় আসেন তাঁর স্ত্রী রোজা আহমেদ।
ভাইরালের পর থেকে আলোচনায় থাকা রোজাকে তাহসানের ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে খুঁজতে থাকেন। পরে জানা যায়, এই রোজা সরব থাকেন তাঁর ফেসবুক পেজ ‘রোজাস ব্রাইডাল মেকওভার’-এ। শনিবার সকাল থেকে পেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। কেউ কেউ এই পেজেই তাহসান-রোজাকে শুভকামনা জানান। শুধু তা–ই নয়, এই ফেসবুক পেজে অনুসারীও প্রতিমুহূর্তে বেড়েই চলে।