Homeবিনোদনতানিয়া বৃষ্টির নতুন তিন | কালবেলা

তানিয়া বৃষ্টির নতুন তিন | কালবেলা


অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দেশের নাটক ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তার সঙ্গে কাজ করে যাচ্ছেন। যার জন্য নির্মাতাদেরও তাকে নিয়ে কাজ করতে রয়েছে প্রবল আগ্রহ। তাই প্রতি মাসেই ইউটিউবে মুক্তি পাচ্ছে একাধিক নাটক। এরই ধারাবাহিকতায় তার তিনটি নাটক ইউটিউবে প্রকাশ পেয়েছে।

নাটক তিনটি জুয়েল এলিনের রচনা ও জুলফিকার ইসলাম রিপনের পরিচালনায় ‘বারো মাইস্যা রোগী’, আপেল আকবর ও স্বপন বিশ্বাসের রচনা-পরিচালনায় ‘চেয়েছিলাম’ এবং তানভীর তন্ময়ের রচনা ও পরিচালনায় ‘ফিদা’।

নাটক তিনটিতে তানিয়া বৃষ্টির বিপরীতে অভিনয় করেছেন মোশাররফ করিম, ইরফান সাজ্জাদ ও নিলয় আলমগীর। নাটকগুলো প্রচারের পর দারুণ সাড়া পাচ্ছেন এই অভিনেত্রী।

এ নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘গল্প এবং চরিত্রের প্রতি এখন আগের চেয়ে আরও বেশি মনোযোগী হয়ে উঠেছি। আগে তো আমার নিজের গল্প ভালো লাগতে হবে, তারপর চরিত্র। এরপর সব মিলিয়ে ব্যাটে-বলে মিলে গেলে কাজ করি। এই তিনটি নতুন খণ্ড নাটকেরই গল্প আমার ভীষণ পছন্দের। অনুরূপভাবে চরিত্রও। মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করতে সবসময়ই ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। তার সঙ্গে কাজ করা আমার কাছে সবসময়ই ভীষণ চ্যালেঞ্জিং মনে হয়। যে কারণে তার সঙ্গে কাজ করার সময়টা দারুণ উপভোগ করি। অন্য যে দুজন সহশিল্পী আছেন, তাদের সঙ্গেও কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার কাছে মনে হয়, আমরা একটি পরিবারের মধ্যে বসবাস করি। গল্পের প্রয়োজনে, চরিত্রের প্রয়োজনে আমরা একেক সময় একেকজনের সঙ্গে কাজ করি। আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্কটা আত্মার। যে কারণে আমরা ভালো গল্প পেলে আলোচনা করি, প্রয়োজনে গল্প ঠিকঠাক করেও আমরা কাজ করি। কারণ দর্শককে আমরা ভালো গল্প উপহার দেওয়ার চেষ্টা করি।’

তানিয়া বৃষ্টি সবসময়ই গল্প প্রাধান্য দিয়ে কাজ করতে পছন্দ করেন। যার জন্য ভালো গল্প হলে নির্মাতা ও অভিনেতাদের সঙ্গে কাজ করেন তিনি। এমনটাই জানালেন এই অভিনেত্রী।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত