Homeদেশের গণমাধ্যমেঅনিয়ন্ত্রিত হাত কাঁপা | প্রথম আলো

অনিয়ন্ত্রিত হাত কাঁপা | প্রথম আলো


চিকিৎসা

  • চিকিৎসা শুরুর প্রথমেই রোগের কারণ নির্ণয়ের চেষ্টা করুন। কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় হাত কাঁপলে তা বন্ধ রাখতে হবে।

  • দুশ্চিন্তামুক্ত জীবন ও ভালো ঘুম হাত কাঁপার অন্যতম চিকিৎসা।

  • প্রোপ্রানলজাতীয় ওষুধ হাত-পা ও মাথা কাঁপার চিকিৎসায় অত্যন্ত কার্যকর।

  • হরমোনের রোগের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। কিছু ওষুধ বা রেডিও আয়োডিন চিকিৎসার মাধ্যমে হরমোন রোগ থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব।

  • পারকিনসন রোগে সাধারণত দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হয়। প্রোসাইক্লিডিনজাতীয় ওষুধ পারকিনসন রোগের জন্য হাত কাঁপার সমস্যাকে কমাতে পারে। কিন্তু এসব ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া আছে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করা যাবে না।

বেশির ভাগ ক্ষেত্রে হাত কাঁপার সমস্যা চিকিৎসায় সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য। যেসব হাত-পা কাঁপা রোগী ওষুধে ভালো হন না, তাঁদের জন্য বর্তমানে দেশে-বিদেশে ডিবিএস নামক একধরনের শল্যচিকিৎসার ব্যবস্থা আছে, যা অত্যন্ত কার্যকর। হরমোন বা স্নায়ুরোগের জন্য হাত কাঁপলে অপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

  • ডা. নাজমুল হক মুন্না: সহকারী অধ্যাপক (নিউরোলজি), ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল, ঢাকা



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত