Homeবিনোদনসত্যি হলো টম হল্যান্ড-জেন্ডায়ার বাগদানের গুঞ্জন

সত্যি হলো টম হল্যান্ড-জেন্ডায়ার বাগদানের গুঞ্জন


গোল্ডেন গ্লোবসের আসর থেকেই গুঞ্জন রটেছিল, বাগদান সেরেছেন টম হল্যান্ড ও জেন্ডায়া। এ গুঞ্জন চাউর হওয়ার পেছনের একমাত্র কারণ জেন্ডায়ার আংটি। রেড কার্পেটে জেন্ডায়া যখন ফটোগ্রাফারদের সামনে পোজ দিচ্ছিলেন, সেখানে সব ছাপিয়ে দৃষ্টি কাড়ে অভিনেত্রীর মূল্যবান আংটি।

৪৮ ক্যারেট হীরার ওই আংটির দাম ২ লাখ মার্কিন ডলার। এর পরেই অভিনেত্রীর বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও টম বা জেন্ডায়া আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে সংবাদমাধ্যম টিএমজেড নিশ্চিত করেছে, কিছুদিন আগেই বাগদান হয়েছে তাঁদের।

কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন টম হল্যান্ড ও জেন্ডায়া। নিজেদের সম্পর্ক নিয়ে কখনো লুকোছাপা করেননি তাঁরা। একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যান। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ঘুরতে যাওয়ার ছবি। সম্পর্কের নানা বিষয় নিয়েও অকপট তাঁরা সব সময়। তবে কোনো অজানা কারণে বাগদানের খবরটি এখনো প্রকাশ্যে আনেননি।

টিএমজেড জানিয়েছে, প্রেমিকা জেন্ডায়াকে প্রপোজ করেছেন টম। বড়দিন ও নববর্ষের মাঝামাঝি একটি দিনে বাগদানের উদ্দেশ্যে তাঁরা এক হয়েছিলেন জেন্ডায়ার যুক্তরাষ্ট্রের বাড়িতে। আয়োজনটি ছিল আড়ম্বরহীন। অতিথিও বেশি ছিল না। বাগদানের মুহূর্তটি নিজেদের মতো করেই উদ্‌যাপন করেছেন এ তারকাজুটি।

‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় কাজ করতে গিয়ে টম ও জেন্ডায়ার পরিচয়। ২০২১ সাল থেকে প্রেম করছেন তাঁরা। সম্পর্কের চার বছরের মাথায় এসে বাগদান সারলেন এ জুটি। বাগদানের পর এবার স্বাভাবিকভাবেই সবার মধ্যে কৌতূহল, কবে বিয়ে করছেন তাঁরা?

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শিগগির বিয়ের আয়োজনের পরিকল্পনা নেই তাঁদের। টম ও জেন্ডায়া দুজনই ব্যস্ত তারকা। এ বছর একাধিক বড় প্রজেক্টে ব্যস্ত থাকবেন তাঁরা। ফলে বিয়ের অনুষ্ঠানের জন্য তাঁদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, জেন্ডায়া এবার গোল্ডেন গ্লোবসের আসরে গিয়েছিলেন মিউজিক্যাল-কমেডি সিনেমা বিভাগের সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়ে। শেষ পর্যন্ত অবশ্য পুরস্কার পাননি। ‘চ্যালেঞ্জারস’ সিনেমায় অভিনয় করে এ মনোনয়ন পান তিনি। রোমান্টিক স্পোর্টস ঘরানার সিনেমাটির অন্যতম প্রযোজকও জেন্ডায়া। এ বছর জেন্ডায়া ও টম হল্যান্ডকে একসঙ্গে আবারও পর্দায় দেখা যাবে। ‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমায় জুটি বেঁধে হাজির হবেন তাঁরা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত