Homeবিনোদনরাকুলের পরামর্শ | কালবেলা

রাকুলের পরামর্শ | কালবেলা


অভিনেত্রী রাকুল প্রীত সিং। বিয়ের পর অভিনয়ে আরও জোর দিয়েছেন এ তারকা। যার জন্য নিজেকে ফিট রাখতে নিয়মিত জিমে যাচ্ছেন তিনি। সম্প্রতি নিজেকে সুস্থ রাখার বিষয়ে দর্শকদের সঙ্গে একটি প্রশ্ন উত্তর অনুষ্ঠানে উপস্থিত হন এ তারকা। রাকুল বলেন, ‘সুস্থ থাকাটাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য আমি নিজেকে সুস্থ রাখতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং আমার যারা অনুসারী আছেন, তাদেরও উৎসাহ দিচ্ছি। কারণ মানুষ সুস্থ থাকলে যে কোনো কাজ করতে পারে। যে কোনো ক্ষেত্রে নিজেকে প্রমাণে মানসিক শক্তি পেয়ে থাকেন। তাই আমি দর্শকদের একটি কথাই বলতে চাই, আপনারা নিজেদের সুস্থ রাখতে কঠোর পরিশ্রম করতে হবে না। শুধু নিয়ম মেনে জীবনযাপন করুন। আর খাবার গ্রহণের ক্ষেত্রে সচেতন হন। তাহলেই সুন্দর একটি জীবন উপভোগ করতে পারবেন।’

রাকুলের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যারা তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে সুস্থ থাকার বিষয়ে পরামর্শ চেয়েছেন।

রাকুল প্রীত সিং অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইন্ডিয়ান টু’। তামিল ভাষার এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন কমল হাসান, সিদ্ধার্থ, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং। এ বছরের ১২ জুলাই মুক্তি পায় এটি। বর্তমানে রাকুলের হাতে তিনটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে ইন্ডিয়ান থ্রি, দে দে পেয়ার দে ২, মেরি পত্নীকা রিমেক।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত