ভারতে তৃতীয় স্থান নির্ধারণীর মঞ্চে হতাশ হতে হলো বাংলাদেশকে। লখনৌতে আইএইচএফ মেন্স ট্রফি কন্টিনেন্টাল ফেস এশিয়া টুর্নামেন্ট জুনিয়র ও ইয়ুথ দুই বিভাগেই বাংলাদেশ চতুর্থ হয়েছে।
আজ মঙ্গলবার ইয়ুথ (অনূর্ধ্ব-১৮) বিভাগের তৃতীয় স্থান নির্ধারণী খেলায় কাজাখস্তানের কাছে ৩৩-২৯ গোলে হেরেছে বাংলাদেশ। অন্যদিকে জুনিয়র (অনূর্ধ্ব-২০) বিভাগে ৪০-২৪ গোলে তাদেরকে হারিয়ে তৃতীয় হয়েছে স্বাগতিক ভারত।
বাংলাদেশ ইয়ুথ দল (অনূর্ধ্ব-১৮)- রাতুল উদ্দিন (অধিনায়ক), এবাদত হোসেন রাসেল (সহ-অধিনায়ক), ফারশিদ খান, জাকারিয়া রহমান (গোলরক্ষক), সোহাগ আলী, আতিক হোসেন আকাশ, রায়হান হাসান রাব্বি, সজীব কিসকো (গোলরক্ষক), অনিক ইসলাম, রিপন আহমেদ রাহাদ, তৌফিকুর রহমান, সিয়াম ইসলাম, রনি হাসান, ফাহিম ফয়সাল মাহির।
ত্রিনাথ দাস (দলনেতা)
ডালিয়া আক্তার (প্রধান কোচ)
সালাউদ্দিন রিজন (সহকারী কোচ)
বাংলাদেশ জুনিয়র দল (অনূর্ধ্ব-২০)- রুবেল আহমেদ (অধিনায়ক), আশিকুর রহমান ফাহিম (সহ-অধিনায়ক), সিয়াম আহমেদ, নয়ন আহমেদ, নেওয়ান চাক, প্রেম চান, এরিকসন বিশ্বাস দ্বীপ, রাতুল হাসান, আল মুক্তাদির মাহিন, অংতাইমং মারমা, শাহরিয়া নাফিস, আবু বক্কর সিদ্দিক, শিহাব উদ্দিন, মোহাইমিনুল হক।
এসএম খালেকুজ্জামান স্বপন (দলনেতা)
নাসির উল্লাহ (প্রধান কোচ)
আখতারুজ্জামান আওয়াল (সহকারী কোচ)