Homeজাতীয়গণপূর্তের আলমগীরের স্থাবর সম্পদ জব্দ ও বক্ষব্যাধির সাজ্জাদের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

গণপূর্তের আলমগীরের স্থাবর সম্পদ জব্দ ও বক্ষব্যাধির সাজ্জাদের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ


গণপূর্ত বিভাগ টাঙ্গাইলের সাবেক উপসহকারী প্রকৌশলী মো. আলমগীর হোসেন ও তাঁর স্ত্রী তাহমিনা তামান্না রুমার নামে থাকা স্থাবর সম্পদ জব্দ ও জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুনশি সাজ্জাদ হোসেনের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন পৃথকভাবে এ নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি জাহাঙ্গীর হোসেন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের পৃথক পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব নির্দেশনা দেন।

আলমগীরের স্থাবর সম্পদ

সাবেক গণপূর্ত কর্মকর্তা আলমগীরের স্থাবর সম্পদের মূল্য ৩ কোটি ৩৪ লাখ টাকা দেখানো হয়েছে।

দুদকের উপপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মাহবুবুল আলম প্রকৌশলী আলমগীর ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের স্থাবর সম্পদ জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিভিন্ন দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তাঁরা সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাতের চেষ্টা করছেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের স্থাবর সম্পদ জব্দ করা আবশ্যক।

সাজ্জাদের ব্যাংক হিসাব

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুনশি সাজ্জাদ হোসেন এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামীয় ব্যাংক হিসাব অবরুদ্ধের (ফ্রিজ) আদেশ দিয়েছেন আদালত।

দুদকের উপপরিচালক ও তদন্তকারী কর্মকর্তা রতন কুমার দাশ এ আবেদন করেন।

আবেদনে রতন কুমার দাশ উল্লেখ করেন, আসামি মুনশি সাজ্জাদ হোসেন দুর্নীতি দমন কমিশনের আদেশ মোতাবেক নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করায় মামলাটি করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির নামে ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্রগুলোর লেনদেন অবরুদ্ধ (ফ্রিজ) রাখা একান্ত প্রয়োজন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত