Homeজাতীয়কর্মকর্তা-কর্মচারীর গোয়েন্দা প্রতিবেদন চায় ইসি

কর্মকর্তা-কর্মচারীর গোয়েন্দা প্রতিবেদন চায় ইসি


নির্বাচন ভবনে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর গোয়েন্দা প্রতিবেদন চায় নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার ইসির সহকারী সচিব (জনবল ব্যবস্থাপনা শাখা-১) মোহাম্মদ শাহীনুর রহমান এ-সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেন।

এতে উল্লেখ করা হয়, নির্বাচন ভবনকে ‘কি পয়েন্ট ইনস্টলেশন’ (কেপিআই) তালিকাভুক্ত করায় ২০২৪ সালের ২৮ আগস্ট জরিপের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী স্পর্শকাতর এলাকাসহ নির্বাচন ভবনে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তায় নিয়োজিত কর্মীসহ সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য বছরে একবার এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা) বা এসবি (পুলিশের বিশেষ শাখা) কর্তৃক জরুরি ভিত্তিতে ভেটিং সম্পন্ন করার সুপারিশ করা হয়। সে পরিপ্রেক্ষিতে নির্বাচন ভবনে কর্মরত সবার তথ্যগুলো প্রয়োজন।

এই অবস্থায়, নির্বাচন ভবনে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর নিম্নোক্ত ছক অনুযায়ী তথ্য ১২ জানুয়ারির মধ্যে অনুবিভাগ বা দপ্তরভিত্তিক একত্রীকরণ করে জনবল ব্যবস্থাপনা-১ শাখায় প্রেরণ করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত