বিগত সরকারের আমলে বই ছাপায় কিছু অসাধু চক্র গড়ে উঠেছিল। চক্রটি এবারও সক্রিয় ছিল। তারা শুরু থেকে অসহযোগিতা করেছে। এ কারণে বই ছাপানোর কাজে কিছুটা বিঘ্ন ঘটেছে। ভবিষ্যতে হয়তো এই সমস্যা পুরোপুরি কাটিয়ে ওঠা যাবে, সরকার আশা করছে, চলতি মাসের মধ্যেই বই ছাপা এবং বিতরণ কাজ সম্ভব হবে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ কথা জানান।
পাঠ্য বই প্রসঙ্গে তিনি বলেন, আমাদের প্রায় ৪০ কোটি ১৫ লাখ ৬৭ হাজার পাঠ্যবই বিতরণ করার কথা শিক্ষার্থীদের মধ্যে। সোমবার (৬ জানুয়ারি) পর্যন্ত ১১ কোটি ১ লাখ ৪৪ হাজার ৭১৬টি পাঠ্যবই ছাপানো হয়েছে এবং বিতরণ হয়ে গেছে। এই প্রক্রিয়া চলমান আছে।
তিনি বলেন, পাঠ্যবই ছাপাতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়া অনলাইনে পাঠ্যবই দিয়ে দেওয়া হয়েছে। পাঠ্যবই ছাপানোর জটিলতা ছিল আগে থেকেই। বেশিরভাগ বই ভারত থেকে ছাপানো হতো। অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার বই দেশেই ছাপানো হবে। যার কারণে সব বই এবার বাংলাদেশ থেকে ছাপানো হচ্ছে। এটার জন্য সাময়িক অসুবিধা হচ্ছে, দেরি হচ্ছে। তার জন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত। সরকার মনে করে এর কিছু ইতিবাচক দিকও আছে। তার একটা অন্যতম দিক হচ্ছে আমাদের ছাপা কাজে ১০-১২ লাখ শ্রমিক জড়িত। অর্থনৈতিকভাবে তারা লাভবান হয়েছেন।