Homeদেশের গণমাধ্যমেদিনাজপুরে তুলার কারখানা আগুনে পুড়ে ছাই

দিনাজপুরে তুলার কারখানা আগুনে পুড়ে ছাই


দিনাজপুর চিরিরবন্দরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি তুলার কারখানা। এতে অন্তত ১০ থেকে ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান কারখানা মালিকের মো. মনজের আলী।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকালে উপজেলার চম্পাতলী বাজারে তুলার কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

জানা যায়, সকালে শ্রমিকরা গিয়ে আগুন দেখতে পায়। মুহূর্তেই আগুনের কুন্ডলি ছড়িয়ে পরলে তুলার মেশিনসহ অনুমানিক দেড় হাজার থেকে দুই হাজার টনের বেশি তুলা পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে কথা বলে জানা যায়, সকালে আমরা কারখানায় ঢুকতেই আগুন দেখতে পাই। আগুন মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর অনেক চেষ্টা করি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট নাকি অন্য ভাবে আগুন লাগলো এখনো বুঝতে পারছি না। আমাদের পুঁজির সবটুকু দিয়েছি। আমরা নিঃস্ব হয়ে গেছি।

ক্ষতিগ্রস্ত মালিকের ছেলে লিমন হোসেন বলেন, সব কিছু পুরে আমরা নিঃস্ব হয়ে গেছি। সোমবার (০৬ জানুয়ারি) ঢাকা থেকে দুই ট্রাক তুলা এসেছে, সেগুলোও শেষ। এনজিও থেকে নেওয়া লোন-ধার দেনা করে তুলাগুলো এনেছি। এগুলো বিক্রি করে ঋণ শোধ করার কথা ছিল কিন্তু সব শেষ।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন সূত্রে জানা যায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত