প্রকাশিত: ২২:৫২, ৭ জানুয়ারি ২০২৫
আপডেট: ২২:৫৩, ৭ জানুয়ারি ২০২৫
গুলশান থেকে নেতাকর্মীদের দাঁড়িয়ে অপেক্ষার সারি বনানী ছাড়িয়ে বিমানবন্দর এলাকায় গিয়ে ঠেকেছে।
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফরকে কেন্দ্র করে তার বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দর গেট পর্যন্ত দলটির নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে। নেত্রীকে বিদায় জানাতে সড়কে সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছেন দলটির লাখো নেতাকর্মী। এতে গুলশান খালেদা জিয়ার বাসভবন থেকে বিমানবন্দর মূল সড়ক পর্যন্ত এক ‘মানবপ্রাচীর’ তৈরি হয়েছে। সেইসঙ্গে নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগান আর মিছিলে প্রকম্পিত হয়ে উঠেছে পুরো এলাকা।
কাতারের আমিরের পাঠানো রাজকীয় ‘এয়ার অ্যাম্বুলেন্স’-এ উন্নত চিকিৎসার জন্য রাত ১০টা ১০ মিনিটে ঢাকা ত্যাগ করার কথা থাকলেও, নেতাকর্মীদের ভালোবাসা সামাল দিয়ে খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরে পৌঁছাতে সময় নিয়েছে প্রায় আড়াই ঘণ্টা।
নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, খালেদা জিয়ার বিদেশযাত্রাকে কেন্দ্র করে ইতোমধ্যে গুলশান থেকে বিমানবন্দরের দিকে বিএনপির নেতাকর্মীরা পথে-পথে অবস্থান নিয়েছেন। গুলশান থেকে নেতাকর্মীদের দাঁড়িয়ে অপেক্ষার সারি বনানী ছাড়িয়ে বিমানবন্দর এলাকায় গিয়ে ঠেকেছে। সোমবার রাতেই ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
চিকিৎসা প্রসঙ্গে খালেদা জিয়ার সফরসঙ্গী তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে লন্ডন বিমানবন্দরে রিসিভ করতে আসবেন বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী এবং লন্ডন বিএনপির নেতারা। বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিক হাসপাতালে নেওয়া হবে। সেখানে তার চিকিৎসা চলবে।
ঢাকা/এনএইচ