টিবিএস রিপোর্ট
07 জানুয়ারী, 2025, 10:30 pm
সর্বশেষ সংশোধিত: 07 জানুয়ারী, 2025, 10:33 pm
Bangladesh Jatiotabadi Swechhasebak Dal today (7 January) expelled its member secretary Shahidul Islam Shahid in Chattogram’s Chawk Bazar from for his involvement in the harassment of former Kotwali Police Station officer-in-charge (OC) Mohammad Nezam Uddin.
স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এম আবু বক্কর রাজু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শহিদুলকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম রশিদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু এ সিদ্ধান্তের অনুমোদন দেন।
গণমাধ্যমের খবরে বলা হয়, গতকাল দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ আবাসিক এলাকায় পাসপোর্ট অফিসের কাছে এ ঘটনা ঘটে।
সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, কর্মীরা সাবেক ওসিকে লাঞ্ছিত করছে, কলার ধরে তার শার্ট ছিঁড়ে ফেলছে।
পরে তাকে পাঁচলাইশ মডেল থানায় হস্তান্তর করা হয়। নেজাম উদ্দিনের বিরুদ্ধে নানা ধরনের নির্যাতন ও হয়রানির অভিযোগ তুলে থানায় জড়ো হয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মোঃ নেজাম উদ্দিন এর আগে চট্টগ্রামের কোতোয়ালি, বাকালিয়া ও সদরঘাট থানার ওসি হিসেবে দায়িত্ব পালনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
তাকে সম্প্রতি পটিয়া থানা থেকে কুমিল্লায় বদলি করা হয়েছে, যেখানে তিনি এখন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।