Homeদেশের গণমাধ্যমেএক মাস পর ভারতের আগরতলায় ফিরলেন বাংলাদেশের সহকারী হাই কমিশনার

এক মাস পর ভারতের আগরতলায় ফিরলেন বাংলাদেশের সহকারী হাই কমিশনার


এক মাস পর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার কার্যালয়ে গেছেন সেখানে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তিনি আগরতলায় যান।

গত ২ ডিসেম্বর আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনারের কার্যালয়ে সেখানকার উগ্রবাদী গোষ্ঠী হামলা চালায়। এরপরই এক জরুরি বার্তায় সহকারী হাই কমিশনারকে বাংলাদেশে ফেরত আনা হয়। ৮ ডিসেম্বরআরিফ মোহাম্মদ তার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরার বিষয়টি নিশ্চিত করেন।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সহকারী হাই কমিশনার বেলা সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে আগরতলায় যান। এ সময় তিনি একাই ছিলেন।

আরিফ মোহাম্মদ তার যাওয়ার বিষয়টি স্থলবন্দর এলাকায় স্থানীয় সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন। তবে কবে নাগাদ সেখানকার কার্যক্রম চালু হতে পারে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত