Homeদেশের গণমাধ্যমেমাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করলো বিএনপি, ‘ইতিবাচক’ বলছেন স্থানীয়রা

মাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করলো বিএনপি, ‘ইতিবাচক’ বলছেন স্থানীয়রা


সম্প্রতি আশঙ্কাজনকভাবে চাঁদাবাজি বেড়ে গেছে পিরোজপুরের কাউখালীতে। বিষয়টি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, বিএনপি, বিভিন্ন দলসহ সমন্বয়কদের নাম ভাঙিয়েও এলাকায় বেশ কিছুদিন ধরে ‘নীরব চাঁদাবাজি’ চলছে। এমন পরিস্থিতি থেকে নিস্তার পেতে স্থানীয় প্রশাসনের প্রতি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।

বিষয়টি নজরে এসেছে উপজেলা বিএনপির। এ ব্যাপারে নিজেদের দলীয় অবস্থান তুলে ধরে ও চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে কাউখালী বিএনপির পক্ষ থেকে করা হয়েছে মাইকিং।

সোমবার (৬ জানুয়ারি) মাইকিংয়ে বলা হয়, ‘একটি জরুরি ঘোষণা। কাউখালী উপজেলা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজনৈতিক নামধারী মাদকাসক্ত, টাউট-বাটপার ও অসাধু কিছু লোক বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়া ও প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে মানুষকে মামলা-হামলা ও তদবিরের কথা বলে আর্থিক লেনদেনে লিপ্ত আছে, যা চাঁদাবাজির শামিল। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে কেউ লিপ্ত থাকলে আমাদের অথবা আইনপ্রয়োগকারী সংস্থাকে জানানোর অনুরোধ করা হলো।’

জানা গেছে, বিএনপির পক্ষ থেকে এমন মাইকিং ইতিবাচকভাবেই নিয়েছেন স্থানীয়রা। তাদের কথায়, এর মধ্য দিয়ে প্রকাশ্যে নিজেদের দোষ স্বীকারের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে সতর্কবার্তা জানাল দলটি।

মাইকিংয়ের বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আহসানুল কবির বলেন, ‘জনসাধারণকে সতর্ক করার জন্য আমরা (কাউখালী উপজেলা বিএনপি) এরকম মাইকিং করছি। কারণ, কয়েক মাস ধরে বিভিন্ন নামে ও পরিচয়ে মানুষকে ভয় দেখিয়ে অর্থ আদায় করা হয়েছে। এর সঙ্গে উপজেলা বিএনপি কোনোভাবেই জড়িত নয়। তাই উপজেলাবাসীকে সাবধান করতে এ ঘোষণা জানিয়েছি।’

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, ‘চাঁদাবাজির বিষয়ে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত