১. অস্থিসন্ধি বা হাড়ে ব্যথা
শীতকালে স্বাভাবিক কাজকর্ম ও নড়াচড়া কম করা হয় বলে অস্থিসন্ধির ব্যথা বা হাড়ের ব্যথা বাড়ে।
২. শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা
শীতে বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি কষ্ট পান শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায়। যেমন অ্যাজমা, নিউমোনিয়া, সর্দি, কাশি ইত্যাদি। এতে অনেক সময় নাক-কান বন্ধ মনে হওয়ার মতো ঘটনাও ঘটে।
৩. চর্মরোগ
কিছু কিছু চর্মরোগ শীতেই বেশি হয়। যেমন খুশকি, হাত-পা-ঠোঁট ফেটে যাওয়া, ত্বকের রুক্ষতা ও শুষ্কতা কিংবা চুলকানিসহ বিভিন্ন ভাইরাসজনিত সমস্যা।