Homeবিদেশী গণমাধ্যমে বাংলাদেশMuhammad Yunus,বাংলাদেশে বেড়েই চলেছে অত্যাবশ্যক পণ্যের দাম, ইউনূস সরকারকে নিশানা BNP-র -...

Muhammad Yunus,বাংলাদেশে বেড়েই চলেছে অত্যাবশ্যক পণ্যের দাম, ইউনূস সরকারকে নিশানা BNP-র – bnp targets muhammad yunus government for daily necessities prices increasing


বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোয়া। সংসার চালতে হিমসিম খাচ্ছেন বাংলাদেশের সাধারণ মানুষ। এ নিয়ে মুহাম্মদ ইউনূসের সরকারকে নিশানা করল বিএনপি। কেন জিনিসপত্রের দাম বাড়ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, অন্তর্বর্তী সরকারের কোথাও একটা ‘ঢিলেঢালা ভাব’ চলছে। এটা চলতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার যদি শেখ হাসিনার ময়লার বস্তা ঘাড়ে নিয়ে ঘুরে বেড়ায় তাহলে কিন্তু কোনও সংস্কার করতে পারবে না।’বাংলাদেশের বাসিন্দাদের দাবি, আওয়ামি লিগ সরকারের পতনের আগে বাজারে নিত্যপণ্যের দাম ছিল অত্যন্ত চড়া। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রব্যমূল্য আরও বেড়েছে। জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণেও দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন ইউনূস। কিন্তু কার্যক্ষেত্রে তা হয়নি বলেও অভিযোগ তাদের। তারা জানান, ডিম, মুরগি, চাল ,আটা , সবজির দাম বৃদ্ধি পাওয়ায় কষ্টে আছে মানুষ।

ইউনূসের সরকারকে সমর্থন জানিয়েছে বিএনপি। কিন্তু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির জন্য এই সরকারের সমালোচনা করেছেন রুহুল কবির রিজভী। বুধবার ঢাকার পল্লবীতে একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘আওয়ামি লিগের লোকদের নিয়ে শেখ হাসিনা সিন্ডিকেট করতেন। এখন বাজারে সেই সিন্ডিকেট নেই। তাহলে জিনিসপত্রের দাম বাড়ছে কেন?’

অন্তর্বর্তী সরকার সংস্কারের ক্ষেত্রে ‘ঢিলেঢালা’ ভাব নিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘কোথায় যেন ঢিলেঢালা ভাব চলছে। এইভাবে চলবে না।’ অন্তর্বর্তী সরকারের যদি ‘অশুভ উদ্দেশ্য’ থাকে, তাহলে তারা আবার আন্দোলন শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি।

হাসিনার ছেলের নামে তথ্যচুরির কেস ঢাকায়

বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার পরেই বাংলাদেশে নির্বাচন হবে বলে জানিয়েছেন ইউনূস। কিন্তু অবিলম্বে সুষ্ঠু ধারায় গণতান্ত্রিক রাজনীতি এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন রিজভী। এতদিন সেখানের মানুষ ভোট দিতে পারেননি বলেও দাবি করেন তিনি। বিএনপির এই নেতার দাবি, ‘অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে যদি নির্বাচন দীর্ঘায়িত করে, তাহলে মানুষ সন্দেহ করবে।’

কেন সেখানে সম্ভাব্য নির্বাচনের তারিখ নির্ধারণ করা হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলেছেন রিজভী। সংস্কার এবং নির্বাচন নিয়ে কোনও টালবাহানা করলে সরকারের জন্য তা ভালো হবে না বলেও জানিয়েছেন তিনি।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত