ঢাকায় দাম কত
চালের দাম কয়েক বছর ধরেই চড়া। সেটা আরও বেড়েছে। টিসিবির হিসাবে, মোটা চালের কেজি এখন ৫৪ থেকে ৫৮ টাকা; যা এক বছর আগে ছিল ৪৮ থেকে ৫০ টাকা। একইভাবে মাঝারি চালের দাম এখন ৬০ থেকে ৬৫ টাকা। এক বছর আগে ছিল ৫০ থেকে ৫৫ টাকা। সরু চালের কেজি ৭০ থেকে ৮৪ টাকা; যা এক বছর আগে ছিল ৬০ থেকে ৭৫ টাকা।
আরেকটু পেছন ফিরে তাকালে দেখা যাবে, ২০২০ সালের শুরুতে মোটা কেজিপ্রতি দাম ছিল ৩০ থেকে ৩৫ টাকা (টিসিবি)। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার চালের দাম যেমন নিয়ন্ত্রণ করতে পারেনি, তেমনি সার, জ্বালানি তেল ও বিদ্যুতের দাম দফায় দফায় বাড়িয়ে উৎপাদন খরচও বাড়িয়ে দিয়েছে।
চালের বাড়তি দামের বিষয়ে জানতে চাইলে রাজধানীর মিরপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মো. শামসুল হক প্রথম আলোকে বলেন, এখন বাজারে সবজি ছাড়া অন্য নিত্যপণ্যের দাম চড়া। আমনের ভরা মৌসুমেও কেন চালের দাম বাড়ছে, সেটাই বুঝে আসছে না।
স্বল্প আয়ের মানুষ মূলত মোটা ও মাঝারি মানের চাল কেনে। সরু চালের ক্রেতা মধ্যবিত্ত শ্রেণি। নিম্নবিত্তের পরিবারগুলো বলছে, এখন এক কেজি চাল কিনতে ৬০ টাকার বেশি খরচ হচ্ছে। ঢাকার কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও শেওড়াপাড়া বাজার ঘুরে দেখা গেল, বেশি উৎপাদন ও বিক্রি হওয়া বিআর-২৮ ও বিআর-২৯ চাল ৬২ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।