২০২৪ সালে বাংলাদেশ পোস্ট ১০টি ডেভেলপমেন্ট লেভেলের মধ্যে লেভেল ৬-এ উন্নীত হয়েছে। ২০২৩ ও ২০২২ সালে ছিল যথাক্রমে লেভেল ৩ ও ২-এ। ডেভেলপমেন্ট লেভেল ও র্যাংকিংয়ে বড়সড় এক লাফ দিয়েছে বাংলাদেশ পোস্ট। প্রতিবেদনে আস্থা, পৌঁছানো, প্রাসঙ্গিকতা ও সহনশীলতা এ চার সূচকের ওপর ভিত্তি করে একেকটি দেশের স্কোর ও ধাপ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ আস্থায় ৭২, পৌঁছানোয় ৫৪ দশমিক ৮, প্রাসঙ্গিকতায় ৪ দশমিক ৮, সহনশীলতায় ৯১ দশমিক ৮ এবং ৩ বোনাস পেয়েছে।
দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে ভারত ৪২তম (স্কোর ৭৩), পাকিস্তান ৮০তম (স্কোর ৪৬.৪), শ্রীলঙ্কা ৬৭তম (স্কোর ৫৪.৩), নেপাল ১১৪তম (স্কোর ২৭.৩), ভুটান ১২৬তম (স্কোর ২২.২), এবং মালদ্বীপ ১০৩তম (স্কোর ৩২.৩) অবস্থানে রয়েছে।