সেদিকউল্লাহ আতাল—নামটাকে বোধ হয় আলাদাভাবে মনে রাখতে হবে। এখনো আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয়নি, তবে ইমার্জিং এশিয়া কাপে আফগানিস্তান ‘এ’ দলের এই ব্যাটসম্যান খেলছেন একের পর এক দুর্দান্ত ইনিংস।
গতকাল দ্বিতীয় সেমিফাইনালে ভারত ‘এ’ দলের বিপক্ষে করেন ৫২ বলে ৮৩ রান। তাঁর ইনিংসে ভর করে ২০ রানে জিতেছে আফগানিস্তান ‘এ’ দল।
ইমার্জিং এশিয়া কাপে আতাল ম্যাচ খেলেছেন ৪টি। ফিফটি পেয়েছেন ৪ ম্যাচেই। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ৮৩ রানের ইনিংস খেলে টুর্নামেন্ট শুরু করা আতাল পরের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে করেন অপরাজিত ৯৫। এরপর হংকং ‘এ’ দলের বিপক্ষে করেন ৫২। অন্য ইনিংসটি খেলেছেন গতকাল। ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে আগামীকাল মাঠে নামবে আফগানিস্তান ‘এ’।