Homeজাতীয়মোবাইল ব্যবহারে খরচ আরও বাড়ছে

মোবাইল ব্যবহারে খরচ আরও বাড়ছে


ছয় মাসের ব্যবধানে মোবাইল ফোন ব্যবহারের খরচ আবার বাড়তে যাচ্ছে। মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে বছরে অন্তত ১ হাজার কোটি টাকা বাড়তি রাজস্ব সরকারি কোষাগারে যাবে বলে মনে করছে তারা। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে। মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ সোমবার (৬ জানুয়ারি) আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার শুল্কসংক্রান্ত প্রজ্ঞাপন আসতে পারে। তবে কত শতাংশ, তা বলতে পারছি না।’

গত জুনে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়। এর সঙ্গে কার্যকরী ভ্যাট ১৮ শতাংশ ও সারচার্জ ১ শতাংশ। এ ছাড়া সিম-কর, রাজস্ব ভাগাভাগিসহ অন্যান্য কর মিলিয়ে বর্তমানে গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে সাড়ে ৫৪ টাকা নেয় সরকার। শুল্ক বৃদ্ধির ফলে ১০০ টাকা রিচার্জে ৫৬ টাকার বেশি যাবে সরকারি কোষাগারে।

মোবাইল পরিষেবায় শুল্ক বাড়ানোর উদ্যোগ এমন সময় নেওয়া হচ্ছে, যখন দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমছে। এ সিদ্ধান্ত গ্রাহকের ওপর বাড়তি বোঝা চাপাবে এবং মোবাইল ফোন অপারেটর ও সরকারের ওপরেও নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ বিষয়ে রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার মোহাম্মদ সাহেদুল আলম বলেন, ‘সরকার যে উদ্দেশ্য নিয়ে কর বাড়ায়, তা সফল হয় না। আমরা এর আগে দেখেছি, যখনই শুল্ক বাড়ানো হয়, তখন জনগণ তার খরচটা লিমিট (সীমিত) করে ফেলে। শুল্ক বাড়ানোর ফলে মানুষ মোবাইলে কথা বলা কমিয়ে দিতে পারে। এতে রাজস্ব আরও কমতে পারে।’

শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও ফ্যাসিবাদী আচরণ বলে মনে করছে বাংলাদেশ মোবাইল গ্রাহক অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, যেখানে দেশের এখনো ৪৮ শতাংশ জনগণ ইন্টারনেট সেবার বাইরে, সেখানে নতুন করে এই উচ্চ করহার নাগরিকদের ইন্টারনেট সেবা থেকে বিমুখ করবে, নতুন করে বৈষম্য সৃষ্টি করবে।

গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘এখনো ধকল কাটিয়ে উঠছে অর্থনীতি, জাতীয় মূল্যস্ফীতি ১০ শতাংশের ওপরে। দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে মানুষ। এমন পরিস্থিতিতে এই বাড়তি বোঝা গ্রাহকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। যদি সম্পূরক শুল্ক বাড়ানো হয়, তবে তা হবে গত সাত মাসের মধ্যে দ্বিতীয়বার। ২০২৪ সালের জুনে ৫ শতাংশ বাড়ানো হয়েছিল। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হচ্ছে, এটি আবারও ৩ শতাংশ বাড়বে। সে ক্ষেত্রে মাত্র সাত মাসের মাথায় গ্রাহকদের ওপর পরোক্ষ করের বোঝা বাড়বে ৯ দশমিক ২ শতাংশ। মোবাইল ফোন গ্রাহকেরা প্রতি ১০০ টাকার সেবা গ্রহণ করলে এখন প্রদান করতে হবে ১৪২ দশমিক ৪৫ টাকা (ভ্যাট, সম্পূরক শুল্ক, সারচার্জসহ)। গত বাজেটের আগে যা ছিল ১৩৩ দশমিক ২৫ টাকা। ডিজিটাল অন্তর্ভুক্তির জন্য সংকল্পবদ্ধ টেলিযোগাযোগ শিল্প। কিন্তু এমন পদক্ষেপ এ অগ্রগতি ব্যাহত করবে এবং ডিজিটাল বৈষম্য বাড়াবে। গ্রাহকদের স্বার্থে এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজ গঠনের বৃহত্তর স্বার্থে আমরা সরকারের কাছে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত