আবদুর রাজ্জাক বলেন, ‘বিচার বিভাগকে যদি আমরা বাঁচাতে পারতাম, পারতাম কি না, আমি জানি না? তাহলেও এই জাতি অনেক আগে এই ডিক্টেটরশিপের (একনায়কতন্ত্র) হাত থেকে রক্ষা পেত।’ তিনি বলেন, বার (আইনজীবী সমিতি) ও বেঞ্চ (আদালত), আপামর জনসাধারণ—সবারই একটা লক্ষ্য হওয়া উচিত, যাতে বিচার বিভাগ কোনো সময়ই পরাধীন না হয়। পাশাপাশি একটা স্বাধীন বার (আইনজীবী সমিতি) গড়ে তুলতে হবে।
এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, ‘আজকে আমরা স্বাধীন হয়েছি ৫ আগস্ট, আমরা সৌভাগ্যবান। যাঁরা তাঁদের বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতা এনে দিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারব না। তাঁরা যদি সর্বোচ্চ ত্যাগ না করতেন, তাহলে আজকে এখানে সভা করতে পারতাম না, আমি এ দেশে ফিরে আসতে পারতাম না।’