একই দিন পৃথক বিজ্ঞপ্তিতে আরও আট থানা-উপজেলায় কমিটি গঠনের কথা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলার ১৬০ সদস্যের কমিটিতে মাওলানা মোহাম্মদ আলী কলেজের শিক্ষার্থী আলামিনকে আহ্বায়ক, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মনিরুল ইসলামকে সদস্যসচিব, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দ ইমতিয়াজ জাবেদকে মুখ্য সংগঠক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইফফাত রাইসা নূহাকে মুখপাত্র করা হয়েছে। এই কমিটিতে ২২ জনকে যুগ্ম আহ্বায়ক, ২০ জনকে যুগ্ম সদস্যসচিব, ২৩ জনকে সংগঠক ও ৯১ জনকে সদস্য করা হয়েছে।