নারীদের ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া আসন্ন সিরিজটির দলে জায়গা হয়নি পেসার জাহানারা আলম ও অলরাউন্ডার রিতু মনির। তবে দলে ফিরেছেন ব্যাটার লতা মন্ডল ও পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দুই মাসের জন্য ছুটিতে অস্ট্রেলিয়ায় খেলছেন জাহানারা। সেজন্য আসন্ন এই সফরের দলে রাখা হয়নি তাকে। আর পারফরম্যান্সের জন্য বাদ পড়েন রিতু।
সূত্র জানায়, ‘রিতু মনি বেশ কিছু খারাপ খেলেছে। তাই আমরা আপাতত তাকে বিশ্রাম দিয়েছি। দলের বাইরে রেখেছি। তার জায়গায় লতা মন্ডল এসেছে। আর জাহানারা দুই মাসের জন্য ছুটি নিয়েছে ক্রিকেট থেকে। তাই আপাতত সে দলে নেই।’
এ ছাড়াও টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন রিতু, জাহানারা ও জান্নাতুল ফেরদৌস। দলে ফিরেছেন মারুফা আক্তার, সুলতানা খাতুন, লতা, ফারজানা হক পিংকি। ১৯, ২১ ও ২৪ জানুয়ারি সেন্ট কিটসে ওয়ানডে খেলবেন জ্যাতিরা। এরপর ২৭, ২৯ ও ৩১ জানুয়ারিতে হবে টি-টোয়েন্টি সিরিজ।
ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, লতা মন্ডল, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক পিংকি, তাজ নাহার, সানজিদা মেঘলা, মারুফা আক্তার।