পিডি লাঞ্ছিতের ঘটনার পর নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম আজ সোমবার সকালে শহীদুর রহমানের কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন। প্রায় ১৫ মিনিট তিনি ঘটনার বর্ণনা শোনেন। বের হওয়ার পর এ ব্যাপারে জানতে চাইলে ওসি আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, অন্য মাধ্যম থেকে খবর পেয়ে তিনি এসে সব শুনেছেন। পিডি চাইলে থানায় অভিযোগ করতে পারেন। তাহলে তাঁরা আইনগতভাবে ব্যবস্থা নেবেন। এখন তাদের (বিএমডিএ) নির্বাহী পরিচালক ঢাকায় আছেন। তিনি আসার পর তাঁরা সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন।
কাজ ভাগ-বাঁটোয়ারার বিষয়ে পিডি শহীদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এই অভিযোগ সঠিক নয়। দরপত্র দাখিল হয়েছে। রেজাল্ট এখনো হয়নি। কে কাজ পাচ্ছে না পাচ্ছে, আমি নিজেও জানি না।’ তিনি বলেন, নিয়ম হলো একটি ঠিকাদারি প্রতিষ্ঠান একাধিক লটের জন্য দরপত্র দাখিল করতে পারবেন। কিন্তু একটির বেশি কাজ পাবে না। রোববার সন্ধ্যায় তাঁর দপ্তরে যাঁরা এসেছিলেন, তাঁরা ১৫ থেকে ২০টি লটের কাজ দাবি করেন। একটি প্রতিষ্ঠানের বিপরীতে একাধিক কাজও দাবি করেন। তিনি জানিয়ে দিয়েছেন, ই-জিপিতে যোগ্য ঠিকাদারই কাজ পাবেন। এর বাইরে তিনি কিছু করতে পারবেন না। এরপর তাঁরা হট্টগোল করেন।
তবে শারীরিকভাবে লাঞ্ছিত করা বা কার্যালয়ে ভাঙচুরের কথা অস্বীকার করেন শহীদুর রহমান। থানায় অভিযোগ করবেন কি না, জানতে চাইলে বলেন, ‘নির্বাহী পরিচালক স্যার ঢাকায় আছেন। তিনি ফেরার পর আলোচনা করে সিদ্ধান্ত নেব।’