Homeঅর্থনীতিসেনা ইনস্যুরেন্সের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি সই

সেনা ইনস্যুরেন্সের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি সই


সেনা কল্যাণ সংস্থার অঙ্গপ্রতিষ্ঠান সেনা ইনস্যুরেন্স পিএলসিকে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি সই করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে সেনা ইনস্যুরেন্সের ফাইন্যান্সিয়াল অপারেশনস আরও সহজ ও সুবিধাজনক হবে।

এই চুক্তির অধীনে সেনা ইনস্যুরেন্স ব্র্যাক ব্যাংকের অত্যাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কর্পনেট’ ব্যবহার করে সেন্ট্রালাইজড সিস্টেমে নিজেদের পেমেন্ট, কালেকশন ও রিকনসিলিয়েশন কার্যক্রম আরও সহজ ও ঝামেলাহীনভাবে পরিচালনা করতে পারবে। কর্পনেট-এর মাধ্যমে প্রতিষ্ঠানটি সরাসরি ট্রানজেকশন প্রসেসিং, রিয়েল টাইম রিপোর্টিং ও ইনভয়েসিংয়ের সুবিধা পাবে। এই ডিজিটাল প্ল্যাটফর্মের ডাইরেক্ট ডেবিট ফাংশনের মাধ্যমে প্রতিষ্ঠানটির ডিপোজিট ট্র্যাকিং ও রিকনসিলিয়েশন কার্যক্রম হবে নির্বিঘ্ন এবং আরও উন্নত।

এ ছাড়া সেনা ইনস্যুরেন্স রিয়েল টাইম স্টেটমেন্ট ডেটাতে অ্যাকসেস পাবে, যা প্রতিষ্ঠানটিকে ওভার দ্য কাউন্টার ও ডাইরেক্ট ডেবিট ইনস্ট্রাকশন থেকে স্বয়ংক্রিয়ভাবে লেনদেন-সংক্রান্ত তথ্য সরবরাহ করবে। বৈশিষ্ট্যটি বিমা প্রিমিয়াম সংগ্রহের ক্ষেত্রে তথ্যের নির্ভুলতা ও গ্রহণযোগ্যতা বাড়াবে।

ব্র্যাক ব্যাংক সেনা ইনস্যুরেন্সের সঙ্গে একটি ব্যাংকাস্যুরেন্স চুক্তিও স্বাক্ষর করে। এর ফলে সেনা ইনস্যুরেন্স ভবিষ্যতে ব্যাংকটির ব্যাংকাস্যুরেন্স বিজনেস পার্টনার হিসেবে কাজ করতে পারবে। এই পারস্পরিক সহযোগিতার ফলে প্রতিষ্ঠান দুটির মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করেন প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ব্র্যাক ব্যাংকের ১৮৭টি ব্রাঞ্চ এবং ৭৪ সাবব্রাঞ্চের বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সুবিধা কাজে লাগিয়ে সেনা ইনস্যুরেন্স সারা দেশে নিজেদের কালেকশন কার্যক্রম আরও সুবিধাজনকভাবে পরিচালনা করতে পারবে। ব্র্যাক ব্যাংকের সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করবে, যা প্রতিষ্ঠানটির অপারেশনাল ফ্লেক্সিবিলিটি নিশ্চিত করার পাশাপাশি কার্যকারিতাও নিশ্চিত করবে।

গত ৩০ ডিসেম্বর ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে সেনা ইনস্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ব্রিগেডিয়ার জেনারেল মো. শফিক শামীম এবং ব্র্যাক ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব ট্রানজেকশন ব্যাংকিং এ কে এম ফয়সাল হালিম, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড (নর্থ) এ কে এম তারেক, হেড অব এসএমই লায়াবিলিটি অ্যান্ড চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার মাহবুবুর রহমান এবং এসএমই ব্যাংকিংয়ের হেড অব স্মল বিজনেস (সেন্ট্রাল) এস এম আলমগীর হোসেন।

চুক্তিটি ব্যতিক্রমী সেবার সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে গ্রাহককেন্দ্রিক ফাইন্যান্সিয়াল সলিউশন দিতে ব্র্যাক ব্যাংকের দেওয়া প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত