ইসরায়েলি সেনাদের মায়েদের সংগঠন ‘মমস আপ’ দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আইডিএফের চিফ অব স্টাফের কাছে ব্রাজিলের ঘটনায় একটি চিঠি লিখেছেন। সেখানে তাঁরা বলেছেন, ‘আমাদের সন্তানেরা আইনি ঝুঁকির মুখে পড়েছে। এ ঝুঁকি নিরসনে আপনাদেরই আমরা একমাত্র দায়িত্বশীল হিসেবে দেখছি।’
সংগঠনটি আরও বলেছে, রাজনৈতিক শূন্যতা ও চরমপন্থী গোষ্ঠীগুলোর চাপের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীকে কাজ করতে বাধ্য করা হয়েছিল। বিশ্বব্যাপী ক্ষতিকর মহল থেকে রক্ষাকবচ হিসেবে অত্যাবশ্যক আইনি সুরক্ষা ছাড়াই তাঁদের কাজ করতে হয়েছে।
ইসরায়েলের সাবেক এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সিএনএনকে বলেছেন, যুদ্ধে যেসব ইসরায়েলি দায়িত্ব পালন করেছেন, তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনার জন্য বিদেশি মহল অব্যাহতভাবে চেষ্টা চালাচ্ছে; কিন্তু এখনো কাউকে গ্রেপ্তার বা বিচার করা হয়নি। তিনি বলেন, অতীতের মতো মানবাধিকার গোষ্ঠীগুলো উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনীতিবিদদের পেছনে না ছুটে সাধারণ সৈনিকদের পেছনে ছুটছে।
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের পররাষ্ট্র ও নিরাপত্তা কমিটি আজ সোমবার সারা বিশ্বে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের বিষয়ে আলোচনা করবে।