Homeরাজনীতিস্বাধীনতাবিরোধী দল পেছন থেকে ছুরি মেরে দেশ ধ্বংস করতে চাচ্ছে: নোমান

স্বাধীনতাবিরোধী দল পেছন থেকে ছুরি মেরে দেশ ধ্বংস করতে চাচ্ছে: নোমান


স্বাধীনতাবিরোধী দল পেছন থেকে ছুরিকাঘাত করে দেশ ধ্বংস করতে চাচ্ছে বলে মনে করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নগরীর লালখান বাজারে একটি রেস্টুরেন্টে আয়োজিত চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

এর আগে, গতকাল রোববার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন আবদুল্লাহ আল নোমান ও তাঁর ছেলে সাঈদ আল নোমান। সে সাক্ষাতে কী কথা হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মূলত তিনি এ মন্তব্য করেন। আবদুল্লাহ আল নোমান বলেন, ‘বিশেষ কোনো কথা নেই। সেখানে সংগঠনের অগ্রগতির বিষয়ে কথা হয়েছে। আমি বলেছি, বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী দু-একটি দল পেছন থেকে ছুরিকাঘাত করে দেশকে ধ্বংস করতে চাচ্ছে। তিনি বললেন, ‘‘আমাদের কাজ ফল দেবে, আমাদের কাজের মধ্য দিয়ে মানুষ মূল্যায়ন করবে।’’’

এর আগে বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে নোমান বলেন, ‘সামনের দিনে যে ষড়যন্ত্রমূলক কার্যক্রম চলছে সেটাকে প্রতিহত করতে হবে। আমরা চাই দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করতে। ঐক্য ছাড়া ব্যক্তিগতভাবে সুবিধা নেওয়ার চেষ্টা হতে পারে। কিন্তু রাজনৈতিকভাবে সেটা সফল হবে না যদি অন্তর থেকে কাজ না করা হয়।’

বিএনপির ভেতরে ঘাপটি মেরে বসে থাকা অসাধু লোকদের বিষয়ে তিনি বলেন, ‘দেশের মধ্যে যে অরাজক পরিস্থিতি এবং দেশের মানুষের কল্যাণবিরোধী যে অপকর্মকাণ্ড শুরু হয়েছে, সেটাকে আমরা আমাদের শক্তি দিয়ে মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যাব। দলের ভেতরে এবং বাইরে ঘাপটি মেরে কিছু লোক রয়ে গেছে। তাদের সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে বের করতে হবে।’

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান বলেন, ‘দেশ ও দেশের বাইরে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সে সঙ্গে জাতীয় ঐক্য নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। আন্দোলন-সংগ্রামের দল বিএনপি। জনগণের দাবি আদায়ে পুনরায় রাজপথে নামবে বিএনপি। সবার আগে সংসদ নির্বাচন, পরে বাকি সব নির্বাচন। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে আবারও রাজপথে নামবে বিএনপি। রাজপথ ও রক্তকে ভয় পায় না বিএনপি। আমরা মাঠে নামতে চাই না, জাতীয় ঐক্য বিনষ্ট করার চেষ্টা করবেন না। সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কারের কথা বলে নির্বাচনে বিলম্ব করবেন না।’

সভায় তৃণমূল থেকে গণতান্ত্রিকভাবে ওয়ার্ড ও থানা পর্যায়ে কাউন্সিল-কমিটি গঠন শেষে চট্টগ্রাম নগর বিএনপির কাউন্সিল করার ইঙ্গিত দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান।

সভায় নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্যসচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দলটির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত