এম এম আকাশ জানান, শ্রদ্ধা জানানোর পর বাদ জোহর সেগুনবাগিচা জামে মসজিদে অধ্যাপক আনিসুর রহমানের জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন বুধবার (৮ জানুয়ারি) তাঁকে তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়ায় সমাহিত করা হবে।
প্রয়াত অধ্যাপক আনিসুর রহমানের স্বজন ও আগ্রহী ব্যক্তিদের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানাতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।