Homeদেশের গণমাধ্যমেছত্তিশগড়ে মাওবাদী হামলায় ৮ জওয়ানসহ নিহত ৯

ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ৮ জওয়ানসহ নিহত ৯


ভারতের ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে আট নিরাপত্তারক্ষী এবং একজন চালক নিহত হয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) দুপুর ২টা ১৫ মিনিটে বস্তার অঞ্চলের কুট্রু এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্করপিও গাড়িতে করে একটি অভিযান থেকে ফিরছিলেন নিহতরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এর আগে একই দিন, ছত্তিশগড়ের আবুজমাড় অঞ্চলে নিরাপত্তা বাহিনীর একটি অভিযানে পাঁচজন মাওবাদী নিহত হয়। যাদের মধ্যে দুইজন নারী ছিলেন। অভিযানে একে-৪৭ ও সেলফ-লোডিং রাইফেলসহ স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ওই অভিযান শেষে ফেরার পথে মাওবাদীরা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে এই হামলা চালায়।

নিহত আট নিরাপত্তারক্ষী জেলা রিজার্ভ গার্ডের (ডিআরজি) সদস্য ছিলেন। মাওবাদী দমন অভিযানের জন্য বিশেষভাবে গঠিত এই ইউনিট রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার মূল স্তম্ভ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলে বিশাল একটি গর্ত সৃষ্টি হয়।

মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনী সম্প্রতি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এই অঞ্চলে বিদ্রোহীদের কোণঠাসা করার প্রক্রিয়া চলমান। তবে, এই হামলাকে বিদ্রোহীদের মরিয়া প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।

বিজেপি সাংসদ মহেশ কাশ্যপ এই হামলাকে ভীরুতাপূর্ণ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, আমাদের জওয়ানরা মাওবাদীদের নির্মূল করছে। তাই তারা হতাশ হয়ে এই দুঃখজনক হামলা চালিয়েছে। আমি নিহত জওয়ানদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আমাদের সরকার ২০২৬ সালের মধ্যে বস্তারকে মাওবাদীমুক্ত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের জওয়ানদের হত্যার প্রতিশোধ নেবো।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত