Homeপ্রবাসের খবর২০৫ রানের জুটি গড়ে আউট হলেন বাবর

২০৫ রানের জুটি গড়ে আউট হলেন বাবর


প্রথম ইনিংসে ৬১৫ রানের জবাবে মাত্র ১৯৪ রানে অলআউট হয়ে গিয়েছিলো পাকিস্তান। ৪২১ রান এগিয়ে থাকার কারণে পাকিস্তানকে ফলোঅন করালো দক্ষিণ আফ্রিকা।

বিশাল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে ফলোঅনে করানো হলো পাকিস্তানকে। নিশ্চিত ইনিংস ব্যবধানে জয়ের সুযোগ দক্ষিণ আফ্রিকার সামনে। ৪২১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দারুণ জবাব দিতে শুরু করে পাকিস্তানের দুই ওপেনার শান মাসুদ এবং সিনিয়র ব্যাটার বাবর আজম।

এই দুই ওপেনার মিলে খেললেন ৪৬.২ ওভার। ২০৫ রানের বিশাল জুটি গড়ে তুলেছেন তারা দু’জন। এর মধ্যে ১২৪ বল মোকাবেলা করে ৮১ রান করে আউট হন বাবর আজম। মার্কো ইয়ানসেনের বলে বেডিংহ্যামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাবর আজম।

তৃতীয় দিন শেষে ৪৯ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ২৩১ রান নিয়ে সাজঘরে ফেরেন দুই অপরাজিত ব্যাটার শান মাসুদ এবং খুররম শাহজাদ। ১০২ রানে অপরাজিত রয়েছেন শান মাসুদ এবং ৮ রানে রয়েছেন খুররম শাহজাদ। এখনও ২০৮ রানে পিছিয়ে রয়েছে পাকিস্তান।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত