সদ্য বিদায়ী ২০২৪ সালে ২ হাজার কোটি টাকার বেশি পরিচালন মুনাফার তালিকায় নতুন করে যুক্ত হয়েছে বেসরকারি খাতের আরও চার ব্যাংক। ব্যাংক চারটি হলো ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক ও ডাচ্–বাংলা ব্যাংক। এই তালিকায় আগে থেকেই ছিল ইসলামী ব্যাংক। তার সঙ্গে নতুন করে ২০২৪ সালে উল্লেখিত চার ব্যাংক যুক্ত হয়েছে। এসব ব্যাংক এখন নিরীক্ষা শেষে ১ হাজার কোটি টাকা নিট বা প্রকৃত মুনাফার আশা করছে। ব্যাংকগুলোর পরিচালন মুনাফা বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে সুদহার বৃদ্ধি। এ ছাড়া কমিশন আয়, ট্রেজারি ও ডলার ব্যবসা থেকেও ভালো মুনাফা করেছে ব্যাংকগুলো।
ব্যাংকের পরিচালন মুনাফা প্রকৃত মুনাফা নয়। পরিচালন মুনাফা থেকে করপোরেট কর ও ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতিসহ অন্যান্য খরচ বাদ দেওয়ার পর প্রকৃত মুনাফার তথ্য পাওয়া যায়। এর আগে ২০২৩ সালে ইসলামী ব্যাংক ২ হাজার কোটি টাকা বেশি পরিচালন মুনাফা করেছিল। এবারও ব্যাংকটি সর্বোচ্চ পরিচালন মুনাফা করেছে। তবে শেষ পর্যন্ত প্রকৃত মুনাফা কোথায় দাঁড়াবে, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, ব্যাংকটির বিপুল ঋণ এরই মধ্যে খেলাপি হয়ে গেছে।