Homeসাহিত্যকবিতাসপিলাম হৃদয়-অঞ্জলি

সপিলাম হৃদয়-অঞ্জলি

মৃত্তিকা সম এ আমি ক্ষুদাতিক্ষুদ্র
যা দিয়েছ উজাড় করে বক্ষভরে
তাহার কি যোগ্য আছে পাওয়ার?
এ ঐশ্বর্য,যতই করেছ দান
ততই করেছ ঋণী।
চিরপেষণ যন্ত্রণা দলে ধূলিতলে
সপিলাম হৃদয়-অঞ্জলি।

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত