Homeদেশের গণমাধ্যমেবিপিএল এবার চায়ের দেশে  | খেলাধুলা

বিপিএল এবার চায়ের দেশে  | খেলাধুলা



|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৩৭, ৫ জানুয়ারি ২০২৫  


ঢাকায় রান উৎসবে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ধাপ। এবার বিপিএল গড়াবে চায়ের দেশ সিলেটে।

সিলেট স্ট্রাইকার্স-রংপুর রাইডার্স ম্যাচ দিয়ে সোমবার (৬ জানুয়ারি) দুপুরে শুরু হবে সিলেট পর্ব। চায়ের দেশে ছয় দিনে মোট ১২ ম্যাচ অনুষ্ঠিত হবে। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।

এরপর বিপিএলের গন্তব্য চট্টগ্রাম। চট্টগ্রামেও ছয় দিনে ১২ ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

ঢাকায় একদিনের বিরতিতে চার দিনে ম্যাচ হয়েছে ৮টি। যেখানে সবমিলিয়ে ২৬৪৮ রান হয়ে । ম্যাচ প্রতি রানের গড় ৩৩১। ইনিংস প্রতি ১৬৫.৫ রান। সেঞ্চুরি হয়েছে দুটি।  এর আগের দুই বিপিএল থেকে রানের হিসেবে এবারের বিপিএল বেশ এগিয়ে।

২০২৪ আসরে ঢাকায় প্রথম  ৮ ম্যাচে রান হয়েছে ২৩৭৮টি। ম্যাচ প্রতি গড় তিনশর নিচে, ২৯৭.২৫!।  ইনিংস প্রতি গড় রান দেড়শর নিচে, ১৪৮.৭। এর আগের বিপিএল তথা ২০২৩ সালের আসরেও প্রায় কাছাকাছিই ছিল। ম্যাচ প্রতি রান এসেছে ৩০৪ করে।

একমাত্র দল হিসেবে ঢাকা পর্বে তিন ম্যাচ খেলে প্রত্যেকটিতে জয় পেয়েছে রংপুর। আর সমান ম্যাচে একটিতেও জয় পায়নি ঢাকা ক্যাপিটালস। সবচেয়ে কম ম্যাচ একটি খেলে হেরেছে সিলেট। নিজেদের ঘরের মাঠে জয়ের খোঁজে মাঠে নামবে ফ্র্যাঞ্চাইজিটি। 

ঢাকা/রিয়াদ





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত