Homeখেলাধুলাবিসিবিতে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন সভাপতি ফারুক আহমেদ

বিসিবিতে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন সভাপতি ফারুক আহমেদ


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে এখন আলোচনা তুঙ্গে। বিশেষ করে বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের অসন্তোষ ও বোর্ড ছাড়ার ইঙ্গিত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিষয়টিকে বড় করে দেখছেন না। তার মতে, ‘আলোচনার মাধ্যমেই যেকোনো সমস্যার সমাধান সম্ভব।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আমাদের নতুন বোর্ডে দুজন নতুন ডিরেক্টর আছেন—আমি বোর্ড প্রেসিডেন্ট, আরেকজন ফাহিম। আমি সবসময় বিশ্বাস করি, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা সম্ভব। দলের ভেতরও সবাই সেরা বন্ধু হয় না, কিন্তু পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে অনেক কিছু ঠিক করা যায়। যদি কোনো অসন্তোষ থাকে, সেটা আমার সঙ্গে সরাসরি আলোচনা করলেই ভালো।’

তিনি আরও বলেন, ‘যেহেতু আমরা দুজন নতুন ডিরেক্টর, বেশিরভাগ কাজই একসঙ্গে করার চেষ্টা করেছি। তবে শেষের দিকে কিছু যোগাযোগের ঘাটতি হতে পারে, কারণ অনেক জরুরি সিদ্ধান্ত আমাকে এককভাবে নিতে হয়েছে। এ কারণেই হয়তো কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। তবে আমি আজই এ বিষয়ে আলোচনা করছি এবং আশা করি, সমাধান হয়ে যাবে।’

বিসিবি সভাপতির মতে, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি কমিয়ে আনা সম্ভব। তিনি বলেন, ‘আমরা সবাই একরকম নই। ছোটখাটো মতপার্থক্য থাকবেই, তবে সেটাকে বড় সমস্যা না বানিয়ে আলোচনা করে সমাধান করাই শ্রেয়। আমি আশা করি, ভবিষ্যতে এ ধরনের কোনো বড় অসন্তোষ থাকবে না।’

ফারুক আহমেদের এই বক্তব্য বোর্ডের অভ্যন্তরীণ পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, ফাহিম এই বক্তব্যের পর কী সিদ্ধান্ত নেন এবং বোর্ডে তার অবস্থান কীভাবে পরিবর্তিত হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত