Homeদেশের গণমাধ্যমেরিকেলটনের ট্রিপল সেঞ্চুরি হারানোর দিনে দক্ষিণ আফ্রিকানদের রান-উৎসব

রিকেলটনের ট্রিপল সেঞ্চুরি হারানোর দিনে দক্ষিণ আফ্রিকানদের রান-উৎসব


ফিল্ডিং করতে করতে নিশ্চিত ধৈর্যের বাঁধ ভেঙেছে পাকিস্তানিদের। কম তো নয়, ১৪১.৩ ওভার ফিল্ডিং করতে হয়েছে পাকিস্তানকে। আর ম্যারাথন ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকানরা প্রথম ইনিংস শেষ করেছে ৬১৫ রানে। এই রানের ২৫৯-ই এসেছে রায়ান রিকেলটনের ব্যাট থেকে। নিখুঁত এক ইনিংসই খেলা দক্ষিণ আফ্রিকান ওপেনার জাগিয়েছিলেন ট্রিপল সেঞ্চুরির পেয়ে যাওয়ার সম্ভাবনাও।

সেই সম্ভাবনার মৃত্যু ঘটিয়েছেন রিকেলটন আগা সালমানের বলে বড় এক শট খেলতে গিয়ে মিড অনে ক্যাচ তুলে। ৬০৭ মিনিট ব্যাট করা রিকেলটন ৩৪৩ বলের ইনিংসেই ওই একবার সুযোগ দিয়েছেন প্রতিপক্ষকে। তাতে নিউল্যান্ডসে প্রথমে কবরের নীরবতা নেমে আসে। একটু পরেই অবশ্য দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসের সপ্তম সর্বোচ্চ ইনিংসের মালিককে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিনন্দন জানান দর্শকরা।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত