আজ শনিবার সন্ধ্যায় প্রবীর মিত্রর শারীরিক অবস্থা নিয়ে এই প্রতিবেদকের কথা হয় তাঁর ছোট ছেলে সিফাত ইসলামের সঙ্গে। সিফাত বলেন, ‘সরকার থেকে শিল্পী সমিতি—আমরা কারও সঙ্গে যোগাযোগ করতে পারছি না। সমিতির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি, কিন্তু সমিতির কারও সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আমরা চাই, বিষয়টি রাষ্ট্র দেখুক। অর্থসহায়তা নয়, তাঁর উন্নত চিকিৎসার ব্যবস্থা করুক। মেডিকেল বোর্ড গঠন করার সুযোগ থাকলে তা হোক। এই চলচ্চিত্রের জন্য উনি অনেক দিয়েছেন। আমরা চাই, জীবিত থাকা অবস্থায় তিনি সেই সম্মানটা পান।’
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সঙ্গে যোগাযোগের চেষ্টার বিষয়ে তিনি বলেন, ‘আজ অঞ্জনা আন্টি মারা গেলেন। তাঁর জানাজায় এফডিসিতে অনেকেই এসেছেন। এমন অনেকের মাধ্যমে শিল্পী সমিতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি আমরা। আর বাবার সঙ্গে যাঁদের যোগাযোগ ছিল, তাঁদের অনেকেই দেশের বাইরে, দেশে যাঁরা আছেন, তাঁদের সঙ্গে আমাদের যোগাযোগ নেই।’