বৈঠকের একটি সূত্র জানায়, বৈঠকে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন জনসাধারণের জন্য উন্মুক্ত বা প্রকাশ করা হবে কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। বেশির ভাগ কমিশনের প্রধান প্রতিবেদন প্রকাশ করার পক্ষে মত দিয়েছেন। তবে এ বিষয়ে উপদেষ্টাদের মধ্যে মতের ভিন্নতা আছে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, সংস্কার কমিশনগুলো যার যার জায়গা থেকে কাজ করেছে। অভিজ্ঞতা বিনিময়ের সে রকম সুযোগ ছিল না। গত মাসে সবাই মিলে একটি বৈঠক হয়েছিল। এরপর গতকাল এই বৈঠক হলো। তিনি বলেন, বেশ কিছু ক্ষেত্র আছে, যেগুলো কমিশনগুলোর পরস্পরের ক্ষেত্রে প্রযোজ্য বা সম্পূরক। এ ধরনের ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়েছে, যাতে সমন্বয় থাকে। প্রথমে যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে, সেগুলোর মধ্য বিচার বিভাগ সংস্কার কমিশন ছাড়া বাকি পাঁচ কমিশন ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদসহ সংস্কার কমিশনের প্রধানেরা উপস্থিত ছিলেন।