Homeদেশের গণমাধ্যমেনতুন ভাইরাসের সংক্রমণ নিয়ে যা বললো চীন

নতুন ভাইরাসের সংক্রমণ নিয়ে যা বললো চীন


প্রকাশিত: ২২:১৭, ৪ জানুয়ারি ২০২৫  


চীনে নতুন ভাইরাসের সংক্রমণ নিয়ে শুক্রবার থেকে উদ্বেগজনক খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদমাধ্যম। করোনা মহামারির পরে আবার নতুন ভাইরাসের সংক্রমণের খবরে অনেকে আতঙ্কিত হয়ে পড়েছেন। চীন অবশ্য আশ্বস্ত করে জানিয়েছে, বিষয়টি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। খবর এনডিটিভি অনলাইন।

নতুন ভাইরাস নিয়ে আতঙ্কের নেপথ্য ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও। সেসব ভিডিওতে দেখা গেছে, চীনের বিভিন্ন হাসপাতালে রোগীদের ভিড়। মুখে মাস্ক পরে চিন্তিত মুখে বসে রয়েছেন রোগীর পরিবারের সদস্য এবং আত্মীয়-পরিজন। রোগীরা শুয়ে রয়েছেন বিছানায়। এসব ভিডিওতে দাবি করা হয়, রোগীদের প্রায় প্রত্যেকেই হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত।

শুক্রবার চীনা পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, এইচএমপিভি নিয়ে চিন্তার কিছু নেই। সরকার পুরো বিষয়টিকে ‘শীতকালীন সংক্রমণ’ হিসেবে দেখছে।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মাও নিং বলেছেন, “শীত মৌসুমে শ্বাসযন্ত্রের সংক্রমণের প্রবণতা খুব বেশি। আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে, সরকার চীনে আসা বিদেশিদের স্বাস্থ্য নিয়ে যত্নশীল।”

ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে রোগীদের ভিড়ের ছবি প্রসঙ্গে তিনি জানান, ভাইরাস মারাত্মক নয়। সংক্রমণের হারও গত বছরের তুলনায় কম।

ঢাকা/শাহেদ





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত