‘শেখ হাসিনার অপেক্ষায় বাংলাদেশ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু; বিএসএল বাদশা ৭১’—এমন লেখা হঠাৎ ভেসে ওঠে বিপণিবিতানের ছাদে লাগানো একটি ডিজিটাল সাইনবোর্ডে। ঘটনাটি জানাজানি হওয়ার পর যুবদল ও ছাত্রদলের স্থানীয় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সাইনবোর্ডটি ভাঙচুর করেন এবং তালা লাগিয়ে দেন ওই বিপণিবিতানের ফটকে। এ ছাড়া দফায় দফায় করা হয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী এলাকার সমবায় মার্কেট নামের বিপণিবিতানে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাইনবোর্ডটি ওই বিপণিবিতানের মেমোরি কম্পিউটার নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের। রাত আনুমানিক ১০টার দিকে সাইনবোর্ডটিতে লেখাটি ভেসে ওঠে। মুহূর্তেই এই লেখাসংবলিত সাইনবোর্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টিতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় যুবদল, ছাত্রদলের নেতা-কর্মী ও সমর্থকেরা। তাঁরা সাইনবোর্ডটি ভাঙচুর এবং বিপণিবিতানটির ফটকে তালা দেন। পরে বিপণিবিতানের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে স্লোগান দেওয়া হয়। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে।