সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসান আর রোজা আহমেদের একটি ছবি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। ভক্তরা ধরেই নিয়েছিলেন বিয়ে করেছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী। এ নিয়ে তাহসান নীরব ছিলেন, সরাসরি কোনো কথাও বলেননি তিনি।
তবে বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন তাহসান খান। শনিবার (৪ জানুয়ারি) নিজের ফেসবুকে রোজা আহমেদের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন তাহসান। পোস্টের ক্যাপশনে জুড়ে দিয়েছেন নিজের গানের কয়েক লাইন।
তাহসান লেখেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/ আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?/ যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’