Homeবিনোদনমুক্তি পেতে যাচ্ছে বায়োপিক ‘ফুল’

মুক্তি পেতে যাচ্ছে বায়োপিক ‘ফুল’


ভারতীয় সমাজ ব্যবস্থায় নারীদের শিক্ষা ও সমতার বিপ্লব ঘটিয়েছিলেন জ্যোতিরাও এবং সাবিত্রী বাই ফুলে। তাদের অক্লান্ত প্রচেষ্টার কারণে উনিশ শতকের ভারতীয় সমাজে শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রেও এক নতুন দিগন্তের সূচনা হয়েছিল। তাদের এই অমূল্য অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে নির্মিত হয়েছে বায়োপিক ফুল, যা মুক্তি পেতে চলেছে মহাত্মা জ্যোতিরাও ফুলের ১৯৭তম জন্মবার্ষিকী ১১ এপ্রিল, ২০২৫ সালে। খবর: বলিউড হাঙ্গামা।

চলচ্চিত্র নির্মাতা অনন্ত মহাদেবন সিনেমা মুক্তির তারিখ নিশ্চিত করেছেন।

এদিকে, সিনে-বিশ্লেষক তরণ আদর্শ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সিনেমাটি মুক্তির বিষয়ে লিখেছেন, অবশেষে প্রতীক গান্ধী ও পত্রলেখা অভিনীত বায়োপিক ‘ফুল’ মুক্তির তারিখ নির্ধারণ হলো মহাত্মা সাবিত্রী বাইয়ের জন্মদিনে। ছবিটি থ্রিয়েট্রিক্যালি মুক্তি পেতে যাচ্ছে ১১ এপ্রিল। ছবিটি মুক্তির বিষয়ে পরিচালক বলেন, এই সিনেমাটি আমরা নিবেদন করছি ভারতের মহান পুত্র এবং কন্যার প্রতি, যারা অতীতে ভারতীয় সমাজ ব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।

তিনি আরও বলেন, আমরা এই চলচ্চিত্রটি তৈরি করার সময় ঐতিহাসিক তথ্যগুলোর প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। তবে এই সিনেমাটি বর্তমান প্রজন্মের সবারই দেখা উচিত। এর গল্প পাঠ্যপুস্তকের বাইরেও তাদের সেই সময়ের এতটাই গভীরে নিয়ে যাবে, যেখানে দেখাবে জ্যোতিরাও ও সাবিত্রী বাই আমাদের দেশের ইতিহাস গঠনে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ‘ফুল’ সিনেমায় জ্যোতিরাওয়ের চরিত্রে অভিনয় করেছেন প্রতীক গান্ধী এবং সাবিত্রী বাইর চরিত্রে অভিনয় করেছেন পত্রলেখা পাল। এ ছাড়া ছবিতে সুশীল পান্ডে, বিশাল অর্জুন, উমেধ সিংসহ আরও অনেকে অভিনয় করেছেন।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত