বিজয়ী ভাষণে জনসন বলেন, ‘গত চার বছর জো বাইডেনের দূর্বল নেতৃত্ব আমেরিকাকে বিপজ্জনক অবস্থানে নিয়ে গেছে। পরবর্তী কংগ্রেস “আমেরিকা ফার্স্ট” নীতি বাস্তবায়নে চ্যাম্পিয়ন হবে।’ আমেরিকা ফার্স্ট হলো দেশখে এগিয়ে নিতে ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ অগ্রাধিকারমূলক নীতি।
স্পিকার পদে পুননির্বাচিত হওয়ায় জনসনকে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘জনসন একজন সেরা স্পিকার হবেন এবং তাঁর নেতৃত্বে যুক্তরাষ্ট্র লাভবান হবে।’