Homeদেশের গণমাধ্যমেতাসকিনকে সামলাতে পেরে উসমানের সেঞ্চুরি

তাসকিনকে সামলাতে পেরে উসমানের সেঞ্চুরি


বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম ম্যাচে এসে সেঞ্চুরি পেলেন কোনও ক্রিকেটার। শুক্রবার চিটাগং কিংসের পাকিস্তানি ক্রিকেটার উসমান খান সেঞ্চুরির দেখা পেয়েছেন। তার অতিমানবীয় ইনিংসের কল্যাণে ১০৫ রানের বড় জয় পায় চিটাগং। উসমান খেলেন ১২৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। দারুণ ফর্মে থাকা তাসকিন আহমেদকে দেখেশুনে খেলার পরিকল্পনা নিয়ে মাঠে নেমে সফল হয়েছেন তিনি। যদিও শেষ পর্যন্ত তাসকিনের বলেই সাজঘরে ফিরতে হয়েছে তাকে। 

শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে ৪৮ বলে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার স্পর্শ করেন উসমান। বিপিএলের ইতিহাসে এটি ৩৩তম সেঞ্চুরি। এই ইনিংস খেলতে অবশ্য দুইবার জীবন পেয়েছেন পাকিস্তানের এই ব্যাটার। সবমিলিয়ে ৬২ বলে ১৩ চার ও ৬ ছক্কায় ১২৩ রানের ইনিংস খেলেন তিনি।

ম্যাচ সেরা উসমান নিজের পরিকল্পনা নিয়ে পুরষ্কার বিতরণী মঞ্চে বলেছেন, ‘জুটিও ভালো ছিল। বিষয়টা এমন ছিল যে, তাসকিন আহমেদ ভালো বোলার। তাই ওর ওভারগুলো কাটিয়ে দিতে হবে। দুই ওভার ভালো করেছিল। এরপর যখন ব্যাটে-বলে লাগতে শুরু করলো, লম্বা ইনিংস খেলার পরিকল্পনা করেছি। আল্লাহর কাছে শুকরিয়া।’

উসমান আরও বলেছেন, ‘সবার আগে আল্লাহপাকের দরবারে শুকরিয়া জানাই। খুব উপভোগ করেছি। উইকেট ভালো ছিল। আমার ভাবনা ছিল লম্বা ইনিংস খেলবো। সেভাবেই চেষ্টা করেছি।’

বিপিএল দারুণ উপভোগ করছেন তিনি, ‘অনেক বেশি মজা করছি আমরা। (চট্টগ্রামে) এর আগেও খেলেছি আমি। ম্যানেজমেন্ট খুব ভালো, তাই খুব উপভোগ করছি।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত