Homeদেশের গণমাধ্যমেনেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিএনপির পাল্টা বিক্ষোভ

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিএনপির পাল্টা বিক্ষোভ


নেত্রকোনায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এর প্রতিবাদে বিএনপি পাল্টা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিএনপি পাল্টা মিছিল করে। জেলা শহরের শহীদ মিনার থেকে মিছিলটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানীর নেতৃত্বে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

এটিএম আব্দুল বারী ড্যানী বলেন, ছাত্রলীগ নৈরাজ্য সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে আহ্বান করছি। দলীয় মুখোশ পাল্টে ছাত্রদলের ছদ্মবেশ ধারণ করে যেন কোনো অপকর্ম করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। নিষিদ্ধ ছাত্রলীগকে প্রতিহত করতে নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে জেলা শহরে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক কৌশিক রায় ও সুচন মিয়ার নেতৃত্বে ১৫-২০ নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি তেরী বাজার থেকে শুরু করে শহীদ মিনারের দিকে যাচ্ছিল। খবর পেয়ে মডেল থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে পরবর্তীতে ভিডিও ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে অভিযান চালিয়ে ওই ৬ জনকে আটক করা হয়। অন্যদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত