Homeদেশের গণমাধ্যমেট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করতে আগ্রহী ভারত

ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করতে আগ্রহী ভারত


নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করতে চায় ভারত। শুক্রবার (৩ জানুয়ারি) নয়াদিল্লিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দেশটির বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনে এর আগের ওবামা, ট্রাম্প ও বাইডেন প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় ছিল উল্লেখ করে গয়াল বলেছেন, নতুন মার্কিন প্রশাসনের সঙ্গেও দৃঢ় ও অর্থপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে দিল্লি আশাবাদী।   

দ্বিতীয় মেয়াদ শুরুর আগেই বাণিজ্যের ক্ষেত্রে হুমকি ধমকি দিয়ে বিশ্বকে তটস্থ করে রেখেছেন ট্রাম্প। যেমন চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর ৬০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্প শুল্কের খড়্গ থেকে নিজের উৎপাদনকারীদের রক্ষার পথ খোঁজার পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে দিল্লি।   

ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ২০২৩-২৪ অর্থবছরে ১১৮ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। এ সময় ভারত ৩২ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত অর্জন করেছে। 
ব্যবসায়ীদের ধারণা, আগামী দুই থেকে তিন বছরে বাণিজ্যের আকার আরও ৫০ বিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পেতে পারে। এ থেকে দুদেশের দৃঢ় বাণিজ্যিক সহযোগিতার মাত্রা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

জাতীয় স্বার্থরক্ষার নীতিমালা স্থিতিশীল রেখে ভারতের সরকার ও শিল্প সংস্থাগুলো একটি বিস্তৃত বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির পক্ষে রয়েছে, যা ভারতীয় উৎপাদন শিল্পকে বৈশ্বিক সাপ্লাই চেইনে যুক্ত করতে সহায়তা করবে।

ভারতের অর্থবছর ১ এপ্রিল থেকে শুরু হয়ে পরের বছরের ৩১ মার্চ শেষ হয়। চলতি ২০২৪-২৫ অর্থবছরে ভারতের পণ্য ও সেবা বাণিজ্যের আর্থিক মূল্য ৮০০ বিলিয়ন ডলার ছাড়াতে পারে বলে সাংবাদিকদের বলেছেন পীযূষ গয়াল।  

 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত