বার্তা, ছবি ও ভিডিও আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়া যায়। ফেসবুক ও ইনস্টাগ্রামের স্টোরিজ সুবিধার মতো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়, ফলে অনেকেই প্রতিদিন নতুন স্ট্যাটাস পোস্ট করেন। ব্যবহারকারীদের কাছে এ সুবিধা জনপ্রিয়তা পেলেও পরিচিতদের অনেকে ব্যস্ততার কারণে নতুন স্ট্যাটাস দেখতে পারেন না। তবে স্ট্যাটাস দেওয়ার সময় পরিচিতদের নাম মেনশন করে দিলে তাঁরা নোটিফিকেশনের মাধ্যমে নতুন স্ট্যাটাস সম্পর্কে জানতে পারেন। আর তাই সহজেই নতুন স্ট্যাটাস দেখতে পারেন তাঁরা। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস মেনশন করার পদ্ধতি দেখে নেওয়া যাক।