বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নতুন সভাপতি হয়েছেন বাংলা বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মুহিবুর রহমান। এ ছাড়া সেক্রেটারির পদ পেয়েছেন দর্শন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান। আজ শুক্রবার সংগঠনটির প্রচার বিভাগের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্ততিতে বলা হয়েছে, আজ সকাল ১০টায় শাখার সদস্যদের উপস্থিতিতে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ২০২৫ সেশনের সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়। অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।