Homeদেশের গণমাধ্যমেগাভাস্কারের মতে, মেলবোর্নে শেষ টেস্ট খেলে ফেলেছেন রোহিত

গাভাস্কারের মতে, মেলবোর্নে শেষ টেস্ট খেলে ফেলেছেন রোহিত


অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্টে স্বেচ্ছায় বিশ্রাম নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। শুক্রবার সিডনিতে প্রথম দিনের লাঞ্চ ব্রেকে এনিয়ে কথা বললেন সুনীল গাভাস্কার। ভারতীয় ব্যাটিং গ্রেটের মতে, রোহিত তার শেষ টেস্ট খেলে ফেলেছেন মেলবোর্নে।

গাভাস্কার মনে করছেন, ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানো বলতে গেলে অসম্ভব। এ কারণে রোহিতের বিকল্প কাউকে খুঁজতে তাকে বিশ্রামে রাখা হয়েছে শেষ ম্যাচে। কারণ আগামী কয়েক মাসের মধ্যে কোনও হোম টেস্ট নেই ভারতের। সাবেক এই খেলোয়াড় বলছেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র ২০২৭ সালের ফাইনাল পর্যন্ত খেলতে পারবেন, এমন কোনও ব্যাটারকে খুঁজছে নির্বাচক কমিটি।

স্টার স্পোর্টসকে গাভাস্কার বললেন, ‘আমার ধারণা ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে না। আমার মনে হচ্ছে মেলবোর্ন টেস্টে রোহিত শর্মার শেষ ম্যাচ ছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হবে ইংল্য্যান্ড সিরিজ দিয়ে। তারা এমন কাউকে খুঁজছে যে ২০২৭ সালের ফাইনাল পর্যন্ত খেলতে পারবে। ভারত ফাইনালে উঠবে কি উঠবে না সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি মনে করি এটাই করবে নির্বাচক কমিটি। তাতে করে সম্ভবত আমরা রোহিতকে শেষবার টেস্ট ক্রিকেটে খেলে ফেলতে দেখলাম।’

ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীও একই সুরে কথা বললেন, ‘যদি সামনে হোম সিজন থাকতো, সে হয়তো খেলতে পারতো। আমার মনে হয়, সে তার শেষ টেস্ট খেলে ফেলেছে। তার বয়স তো কম নয়, ৩৮ বছর। এমন না যে ভারতের তরুণ কোনও ভালো খেলোয়াড় নেই, অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। এখন গড়ে ওঠার সময়। এটা কঠিন সিদ্ধান্ত। কিন্তু সবকিছুর সময় আছে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত