Homeদেশের গণমাধ্যমেআন্দোলনের মুখে রাবিতে পোষ্য কোটা বাতিল

আন্দোলনের মুখে রাবিতে পোষ্য কোটা বাতিল


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিদ্যমান পোষ্য কোটা মৌখিকভাবে বাতিল বলে ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতা কর্মচারীদের উপস্থিতিতে প্রশাসন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘আমি ১ শতাংশ পোষ্য কোটার পক্ষপাতী নই। প্রক্রিয়ার মধ্য দিয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা সম্পূর্ণভাবে বিলুপ্তি এবং সেটার জন্য আমার যা কিছু করা দরকার তার জন্য আমি অঙ্গীকার ব্যক্ত করছি। আমি যতদিন আছি এই কোটা আর ফিরবে না। এটার জন্য আমি এক বিন্দুও কালক্ষেপণ করবো না।’

এর আগে, আজ সকাল ১০টায় পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে প্রশাসন ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা দিয়ে অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। রাত ৯টা পর্যন্ত তালা ঝুলিয়ে রাখা হয়। শিক্ষার্থীদের তালা দেওয়ার কারণে অবরুদ্ধ হয়ে পড়েন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারসহ প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারী।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত